Body Found: জামুড়িয়ায় ব্যক্তির শিরা কাটা দেহ উদ্ধার - জামুুড়িয়ার খবর
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের ডহর মোড়ের কাছের জঙ্গল থেকে শিরা কাটা অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ (Body Found)। মৃতের ব্যক্তির নাম মহম্মদ সেলিম (43)। আত্মহত্যা নাকি খুন তা জানতে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Body found at Jamuria)। জানা গিয়েছে, 32 নম্বর ওয়ার্ডের মডার্ণ সাতগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি । সাতগ্রামে একটি মুড়ির মিলে কাজ করতেন ৷ তবে সম্প্রতি সেই কাজ ছেড়ে দেন বলেও জানান স্থানীয়রা ৷ ঘটনা তদন্ত নেমেছে জামুড়িয়া থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST