NIA Inquiry Demand: বীরভূম করিডোর, জাতীয় সুরক্ষার প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি বিজেপির অনির্বাণের - এনআইএ তদন্ত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 21, 2022, 4:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

শুধুমাত্র বীরভূমের (Birbhum) জন্য জাতীয় সুরক্ষার (National security) প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি (NIA Inquiry Demand) করলেন বিজেপির জাতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "বীরভূম হল পাচারের করিডোর । যে ভাবে অস্ত্র ও সামগ্রিক পাচার চলছে, তাতে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ৷ তাই এই তদন্ত শুধু ইডি আর সিবিআইয়ে সীমিত রাখলে হবে না ৷ আমার দাবি বীরভূমে এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ খুব প্রয়োজন এনআইএ তদন্তের ৷" গরু পাচার মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, "বীরভূমে এখনও পর্যন্ত হিম শিখরের চূড়া পাওয়া গিয়েছে ৷ আমরা চাই প্রত্যেক দুর্নীতিগ্রস্তকে জেরা করা হোক, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷ এই জেলায় আজ না হোক কাল, মানুষ ঠিক মুখ খুলবে ৷" এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে সমস্ত তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার কথা বলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.