বড়দিনে ভিড়ে ঠাসা ব্যান্ডেল চার্চ, জমিয়ে পিকনিক উচ্ছ্বসিত মানুষের
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 3:32 PM IST
Merry Christmas 2023: বড়দিনে রঙিন ব্যান্ডেল চার্চ । শুধু চার্চই নয় যীশুর জন্মদিনে ভিড়ে ঠাসা চন্দননগর ও শ্রীরামপুরের বিভিন্ন পিকনিক স্পট । প্রাচীন এই শহরগুলি ফরাসি উপনিবেশের ইতিহাস আজও বহন করে চলেছে । তাই প্রতি বছর ঐতিহ্য মেনেই এই অঞ্চলগুলিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। ইতিহাস অনুযায়ী, পর্তুগিজরা বাণিজ্য করতে এসে প্রতিষ্ঠা করেছিল ব্যান্ডেল চার্চের । ব্যান্ডেলের বুকে ইতিহাসের পাতা যেন জীবন্ত দাঁড়িয়ে, যার নাম ব্যান্ডেল চার্চ । বড়দিনে চার্চের বাইরে থাকা গোশালাগুলিও সাজানো হয়েছে ৷ মোমবাতি জ্বেলে প্রভু যীশুর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা ৷ বড়দিন উপলক্ষে এলাকার প্রতিটি গির্জায় রাত 12 টা পর্যন্ত উপাসনা চলবে। চার্চের ফাদার ও অন্যান্য উপাসকরা নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করেন।
তবে জানা গিয়েছে, আজ ও 1 লা জানুয়ারি চার্চ বন্ধ রাখেন কর্তৃপক্ষ। তাতে অবশ্য জমসমাগমে খুব একটা ভাটা পড়েনি ৷ বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চের পিছনে গঙ্গার পারে মাঠে বড়দিনের মেলা বসেছে ৷ শীতের মিষ্টি রোদ গায়ে মেখে অনেককে পিকনিক করতেও দেখা গেল ৷ সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে বড়দিনের ব্যান্ডেল চার্চ ৷ পাশাপাশি চন্দননগর ফরাসি উপনিবেশ থাকাকালীন সেক্রেড হার্ট চার্চটি তৈরি হয়। 1691সালে ইট নির্মিত ভবনের মাঝখানে একটি গম্বুজ বিশিষ্ট দ্বিতল গির্জার নির্মাণ হয়েছিল । 1806 সালে শ্রীরামপুরে তৈরি হয়েছিল সেন্ট ওলাভস চার্চ । বড়দিন উপলক্ষে এই চার্চগুলিকে সাজিয়ে তোলা হয়েছে । যা দেখতে বড়দিনে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।