AIDSO Agitation: এআইডিএসওর স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের - AIDSO Protest at Swasthya Bhawan
🎬 Watch Now: Feature Video
এআইডিএসও-র রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের তরফ থেকে সোমবার স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয় সেই অভিযানে। আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিপ্লোমা ডাক্তারি এবং 15 দিনের প্রশিক্ষণে নার্স তৈরি করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পরিচালনা করবেন। এর মাধ্যমে গ্রামের জনসাধারণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা হচ্ছে । এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক ।
মেডিক্যাল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা চলবে না। যত দ্রুত সম্ভব সমস্ত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে আন্দোলনকারীরা মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে আসে ৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী। স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায় । এরপর স্বাস্থ্য ভবনের গেটের বাইরে রাস্তার পাশেই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তী সময়ে পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের চারজনকে স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় । চারজনের প্রতিনিধির দল স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাঁদের ডেপুটেশন জমা দেন।