Garib Kalyan Yojana: রাজ্য সরকারের কাছে গরিব কল্যাণ যোজনা চালুর দাবি অধীরের - মুর্শিদাবাদের খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17407685-thumbnail-3x2-adhir.jpg)
রাজ্য সরকারের কাছে গরিব কল্যাণ যোজনা চালু করার দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (demand for started Garib Kalyan Yojana)। বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয় থেকে রাজ্য সরকারের কাছে এই আর্জি জানান তিনি । এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান, গরিব কল্যাণ যোজনা কেন্দ্র সরকার বন্ধ করেছে । রাজ্য সরকার চালু করুক । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দ্ররিদ্র সীমায় থাকা মানুষজন মাসে 5কেজি করে চাল, গম পেতেন । 2022 সালের 31 ডিসেম্বর থেকে সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় সরকার কেবল খাদ্য সুরক্ষা প্রকল্পে চাল, গম বরাদ্দ করছে । ওড়িশা সরকার ইতিমধ্যে গরিব কল্যাণ যোজনা চালু করেছে বলে উল্লেখ করেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST