75 Pally Durga Puja: পটশিল্পে সাজছে 75 পল্লির দুর্গা পুজো, এবারের থিম 'ঐতিহ্য বেঁচে থাকুক' - 75 পল্লির দুর্গা পুজো
🎬 Watch Now: Feature Video
প্রাচীনকাল থেকেই বাংলার সংস্কৃতি নানান শিল্পকলা ও চিত্রকলার দ্বারা সমৃদ্ধ (Patta Shilpo)। আর সেইসব কলা পুজোর থিমে উঠে আসে বারবার । পটশিল্প (75 Pally Durga Puja) সেগুলির মধ্যে একটি । যুগ যুগ ধরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত (Durga Puja 2022)। এ বার এই শিল্পকেই '75 পল্লি'র পুজোর থিম হিসেবে তুলে ধরবেন শিল্পী প্রশান্ত পাল । পুজোর সময়ে শিল্পী লালন তাঁর কর্মশালা নিয়ে হাজির হবেন '75 পল্লি'তে । বাংলা মানেই সর্ব ধর্মের পীঠস্থান - এই বার্তা দিতেই এহেন থিমের আয়োজন বলে জানিয়েছেন পুজো কমিটির কর্তাব্যক্তিরা । জানা গিয়েছে, মেদিনীপুর জেলার পিংলা ও নয়াগ্রামের পটশিল্পীরা পুজো মণ্ডপের পাশে স্টলে বসে নিজেদের কর্মশালা চালিয়ে যাবেন । সেখানে চলবে বেচাকেনাও ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST