MP Sports Competition in Varanasi: বয়স বাধা নয়, বারাণসীতে স্পোর্টস ট্র্যাকে দৌড়লেন 103 বছরের বৃদ্ধা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 2:28 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অনুপ্রেরণা ৷ বারাণসীতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলেন 103 বছর বয়সি বৃদ্ধা ৷ স্পোর্টস ট্র্যাকে দৌড়লেন কলাবতী দেবী ৷ তিনি উত্তর বিধানসভা কেন্দ্রের পরমানন্দপুরের বাসিন্দা । বারাণসীতে অনুষ্ঠিত হয় সংসদীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 ৷ বুধবার সেটির সমাপনী অনুষ্ঠান ছিল ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জয়বীর সিং ৷ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি । খেলোয়াড়দের পুরস্কার হিসেবে মেডেল তাঁদের হাতে তুলে দেন মন্ত্রী ৷  এই প্রতিযোগিতায় এ বছর অনলাইনে 2 লক্ষ 76 হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছে । তার মধ্যে থেকে 2 লক্ষেরও বেশি জন প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে । এই খেলায় এত উৎসাহ ছিল 103 বছর বয়সি কলাবতী দেবীও ট্র্যাকে দৌড়ন । সকলে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান ৷  

মন্ত্রী জয়বীর সিং বলেন, "খেলাধুলা মানুষের জীবনে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে । দেশের সার্বিক উন্নয়নের লাগাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে । দেশ আজ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে । দেশের যুবসমাজকে সব ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর উদ্দেশ্য । তাই আজ দেশের ছেলে-মেয়ে ও মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ।" তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, "জীবনে সুস্থ থাকতে হলে খেলাধুলা করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.