Bankura Drinking Water Problem : পানীয় জলের দাবিতে পথ অবরোধ বাঁকুড়ার জঙ্গলমহলে - Bankura Drinking Water Problem
🎬 Watch Now: Feature Video
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন বাঁকুড়ার (Bankura Drinking Water Problem) জঙ্গলমহলের মানুষজন । বুধবার সকাল থেকে রাস্তার উপর বালতি-হাঁড়ি নিয়ে অবরোধ করেন রানিবাঁধের লদ্দা গ্রামের মহিলারা । রানিবাঁধ থানার অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত এলাকার অম্বিকানগর-রুদড়া রাজ্য সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে । প্রবল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । অবরোধকারীদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হয়েছে । বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও বিগত চার মাস ধরে তাঁরা জল পাচ্ছেন না ।
অবরোধকারী নীলিমা মাহাত, যমুনা মাহাতরা বলেন, "পরিশ্রুত জল না পেয়ে পুকুরের জল খেয়েই আমাদের কাটাতে হচ্ছে । এই অবস্থায় কীভাবে সুস্থ থাকা সম্ভব ?" খবর পেয়ে অবরোধস্থলে পুলিশ গেলেও পুলিশি আশ্বাসে খুশি নন অবরোধকারীরা ৷ তাঁরা বলেন, বিডিওকে গ্রামে গিয়ে নিয়মিত জলসরবরাহের প্রতিশ্রুতি দিতে হবে । বিডিও না যাওয়া পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেন না বলেও জানিয়ে দেন । এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির রোহিতাশ্ব মাহাত জানান, প্রশাসনের বিভিন্ন জায়গায় বলেও কোনও সুরাহা হয়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST