Kalyan Attacks Agnimitra : অগ্নিমিত্রা বড় টিপ পরে শুধু ঝগড়া করেন ; মন্তব্য কল্যাণের - Kalyan Banerjee Attacks Agnimitra
🎬 Watch Now: Feature Video
"অগ্নিমিত্রা বড় টিপ পরে শুধু ঝগড়া করেন", এই মন্তব্য করলেন বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee Attack Agnimitra) ৷ গতকাল আসানসোলে প্রচার মঞ্চ থেকে আসানসোলের লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসানসোল রবীন্দ্রভবনে প্রচারসভায় গিয়ে কল্যাণ অগ্নিমিত্রা সম্পর্কে বলেন, "আমি দেখছিলাম কিছু জায়গায় লেখা আসানসোল নিজের মেয়েকে চায়, ভাল কথা। কিন্তু 2021 নির্বাচনে জেতার পর আসানসোলের মেয়েকে আসানসোলে কেন, কখনও দেখতে পাওয়া গেল না।" তিনি আরও বলেন, "দেখতে পাওয়া গিয়েছে শুধু বিরাট বড় একটা লাল টিপ পরে ঝগড়া করতে।" এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল জানান, তিনি এতে অবাক নন ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও মহিলাদের অপমান করে নানা মন্তব্য করেছেন। দলের নেতৃত্বই যদি এমন মন্তব্য করে তাহলে কর্মীরা তো এতে আরও উৎসাহিত হবে। তাই বাংলায় এত ধর্ষণ বাড়ছে ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST