লেমন পাউন্ড কেক - বাড়িতে তৈরি কেক
🎬 Watch Now: Feature Video
প্রতি বছরের ক্রিসমাসই নতুন, আলাদা ৷ তবে ভরা শীতে ক্রিসমাস উৎসবকে আলোকিত করে তোলে লেমন পাউন্ড কেক ৷ এই অপূর্ব পাউন্ড কেক তৈরি করা খুব সহজ, যাতে থাকে সিট্রাসের আস্বাদ আর লেবুর গুণ ৷ কেবল স্বাদের জন্যই নয়, ভিটামিন সমৃদ্ধ লেবু বাড়ায় রোগপ্রতিরোধ ক্ষমতা ৷ "ক্রিসমাস ক্যালোরি"র জন্য অনন্য এই কেক বাড়িতে বানান ৷ অপূর্ব স্বাদ ভাগ করে নিন আত্মীয় ও বন্ধুদের সঙ্গে ৷