Kali Puja Parikrama 2022: রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের শ্যামাপুজোর এবারের থিম 'সেকাল আর একাল' - কালীপুজো
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জ শহরের অন্যতম সেরা বিগ বাজেটের কালী পুজোগুলির মধ্যে উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের শ্যামাপুজো অন্যতম (Kali Puja of Raiganj) । বরাবরই এরা দর্শনার্থীদের বিশেষ নজর কেড়ে আসছে । 51তম বর্ষে তাদের থিম 'সেকাল আর একাল'। পুরনো দিনের সমস্ত জিনিসপত্র যা কিছু আজ অচল সেসব জিনিস দিয়েই তৈরি হচ্ছে রামকৃষ্ণ সংঘের শ্যামাপুজার পুজো মণ্ডপ । মূলত যেসব জিনিস বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পায়নি যেমন শাঁখা, অ্যালুমিনিয়াম ফয়েল, ইলেক্ট্রিক বালব, ঢিল সেগুলো দিয়েই তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ । চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা এবারেও দর্শনার্থীদের নজর কাড়বে এখানে । এর পাশাপাশি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে হিলি থেকে আনা হচ্ছে প্রতিমা (Kali Puja 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST