কলকাতা, 16 জানুয়ারি: কুয়াশাচ্ছন্ন ভোর, দিনের বাকি সময়ে পরিষ্কার আকাশ। উত্তুরের শীতল বাতাসের শিরশিরানি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 18 জানুয়ারি শনিবারের পর থেকে উত্তুরে হাওয়ার গতি বাড়বে ফলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবারই, যার জেরে বাধা পাওয়ার সম্ভাবনা উত্তুরে হাওয়ার। ফলে তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচদিন একই রকম থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়লেও বাড়তে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
উত্তরবঙ্গেও শীতের ছবিটাও প্রায় একই রকম। সেখানের আটটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। এর জেরে দৃশ্যমানতা ধাক্কা খেতে পারে। বলা হয় 'মাঘের শীত বাঘের গায়ে'। পৌষ মাসে 'শীতের সর্বনাশ' হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আশা করা হচ্ছিল মাঘের শুরু থেকে শীতকে তার স্বাভাবিক ছন্দে পাওয়া যাবে। সেখানেও ঝঞ্ঝা-বিপত্তি। ফের কনকনে শীতের সম্ভাবনায় বাধা দিতে হাজির হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সব মিলিয়ে বঙ্গে শীতের জাকিয়ে পড়ার সম্ভাবনা ক্রমেই কমছে।
কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:
বুধবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 46 শতাংশ। আজ বৃহস্পতিবার ভোরের দিকটা কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার আকাশের দেখা মিলবে । আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি সেলসিয়াস এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।