ETV Bharat / state

ভুয়ো ডিগ্রির ব্যবহার ! আরজি করের জুনিয়র ডাক্তারকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের - DR ASFAKULLA NAIYA

আরজি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একজন হলেন আশফাকুল্লা নাইয়া। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে তাঁকে চিঠি দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

Dr Asfakulla Naiya
ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ ডাঃ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 8:09 AM IST

কলকাতা, 16 জানুয়ারি: আরজি কর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের মধ্যে অন্যতম নাম চিকিৎসক আশফাকুল্লা নাইয়া। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক। কিন্তু, এবার তাঁকেই কড়া চিঠি দিল মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জবাব চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সাত দিনের মধ্যে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে প্রথম চিকিৎসক আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তারা একটি ছবি দেখিয়েছিলেন আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের এই জুনিয়র চিকিৎসকের। সেখানে দেখা যায়, সিঙ্গুরে স্বাস্থ্য পরিষেবা দেওয়া একটি সংস্থার পোস্টারে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা নাইয়ার নাম উল্লেখ করে তার পাশে লিখে রেখেছে 'এমএস'। যদিও এখনও তাঁর এই কোর্স শেষ হয়নি ।

WBMCC Send Letter To Dr Asfakulla Naiya
ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাঃ আসফাকুল্লা নাইয়াকে চিঠি দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (ইটিভি ভারত)

ডিগ্রির আগাম ব্যবহার বা উল্লেখ নিয়ে এই জল গড়ায় মুখ্যসচিব পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্য সচিব এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়। তারপরেই এই চিঠি পেলেন চিকিৎসক আশফাকুল্লা নাইয়া।

যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত নন ওই জুনিয়র চিকিৎসক । তিনি বলেন, "সেখানে কোনও তারিখ বা সই নেই। ফলে কার সঙ্গে কোথায় দেখা করতে হবে তা পরিষ্কার নয়। দ্বিতীয়তঃ, এ ধরনের ঘটনা ঘটবে আমি জানতাম। যদি এই ধরনের কিছু না হতো, তাহলে বুঝতাম আন্দোলনটা ঠিক মতো হয়নি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব আর তার প্রতিঘাত আসবে না, এটা তো হতে পারে না । তবে যদি এই ধরনের কোনও চিঠি সত্যিকারে হয়, অবশ্যই তার জবাব আমি দেব ।"

যদিও ওই অভিযোগের পরে মুখ খুলেছিল সিঙ্গুরের ওই সংস্থা। তারা সমাজমাধমে লিখেছিল, "সেখানে ডা. আসফাকুল্লা নাইয়া-সহ আরও অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুরা উপস্থিত থাকতেন আমাদের একান্ত অনুরোধে । যাঁরা ছিলেন খুবই পারদর্শী এবং উদারমনস্ক । এই সমস্ত ডাক্তারবাবুদের মধ্যে ডাঃ আসফাকুল্লা নাইয়া ছিলেন মানবদরদী, সরল, উদার, কর্তব্যপরায়ণ চিকিৎসক । আমাদের ক্যাম্পে যে সমস্ত রোগী চিকিৎসার জন্য আসতেন, তাঁদের প্রত্যেককেই বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হতো এবং ডাঃ আসফাকুল্লা নাইয়া ক্যাম্পে আসা তাঁর বিভাগের অধীনে প্রত্যেক রোগীর চিকিৎসা করেছেন, যার পরিবর্তে তিনি কোনও মূল্য নিতেন না । এই ব্যাপারে যা রটানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ।"

আরও পড়ুন
আন্দোলনের মুখ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে মুখ্যসচিবকে চিঠি, তদন্তের দাবি অ্যাসোসিয়েশনের
সন্দীপের ঘনিষ্ঠ আসফাকুল্লা, ছবিকাণ্ডে পাল্টা অভিযোগ ডাক্তারদের নতুন সংগঠনের

কলকাতা, 16 জানুয়ারি: আরজি কর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের মধ্যে অন্যতম নাম চিকিৎসক আশফাকুল্লা নাইয়া। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক। কিন্তু, এবার তাঁকেই কড়া চিঠি দিল মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জবাব চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সাত দিনের মধ্যে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে প্রথম চিকিৎসক আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তারা একটি ছবি দেখিয়েছিলেন আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের এই জুনিয়র চিকিৎসকের। সেখানে দেখা যায়, সিঙ্গুরে স্বাস্থ্য পরিষেবা দেওয়া একটি সংস্থার পোস্টারে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা নাইয়ার নাম উল্লেখ করে তার পাশে লিখে রেখেছে 'এমএস'। যদিও এখনও তাঁর এই কোর্স শেষ হয়নি ।

WBMCC Send Letter To Dr Asfakulla Naiya
ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাঃ আসফাকুল্লা নাইয়াকে চিঠি দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (ইটিভি ভারত)

ডিগ্রির আগাম ব্যবহার বা উল্লেখ নিয়ে এই জল গড়ায় মুখ্যসচিব পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্য সচিব এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়। তারপরেই এই চিঠি পেলেন চিকিৎসক আশফাকুল্লা নাইয়া।

যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত নন ওই জুনিয়র চিকিৎসক । তিনি বলেন, "সেখানে কোনও তারিখ বা সই নেই। ফলে কার সঙ্গে কোথায় দেখা করতে হবে তা পরিষ্কার নয়। দ্বিতীয়তঃ, এ ধরনের ঘটনা ঘটবে আমি জানতাম। যদি এই ধরনের কিছু না হতো, তাহলে বুঝতাম আন্দোলনটা ঠিক মতো হয়নি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব আর তার প্রতিঘাত আসবে না, এটা তো হতে পারে না । তবে যদি এই ধরনের কোনও চিঠি সত্যিকারে হয়, অবশ্যই তার জবাব আমি দেব ।"

যদিও ওই অভিযোগের পরে মুখ খুলেছিল সিঙ্গুরের ওই সংস্থা। তারা সমাজমাধমে লিখেছিল, "সেখানে ডা. আসফাকুল্লা নাইয়া-সহ আরও অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুরা উপস্থিত থাকতেন আমাদের একান্ত অনুরোধে । যাঁরা ছিলেন খুবই পারদর্শী এবং উদারমনস্ক । এই সমস্ত ডাক্তারবাবুদের মধ্যে ডাঃ আসফাকুল্লা নাইয়া ছিলেন মানবদরদী, সরল, উদার, কর্তব্যপরায়ণ চিকিৎসক । আমাদের ক্যাম্পে যে সমস্ত রোগী চিকিৎসার জন্য আসতেন, তাঁদের প্রত্যেককেই বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হতো এবং ডাঃ আসফাকুল্লা নাইয়া ক্যাম্পে আসা তাঁর বিভাগের অধীনে প্রত্যেক রোগীর চিকিৎসা করেছেন, যার পরিবর্তে তিনি কোনও মূল্য নিতেন না । এই ব্যাপারে যা রটানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ।"

আরও পড়ুন
আন্দোলনের মুখ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে মুখ্যসচিবকে চিঠি, তদন্তের দাবি অ্যাসোসিয়েশনের
সন্দীপের ঘনিষ্ঠ আসফাকুল্লা, ছবিকাণ্ডে পাল্টা অভিযোগ ডাক্তারদের নতুন সংগঠনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.