Firhad Hakim Visits Panihati : পানিহাটির মৃত কাউন্সিলরের বাড়িতে ফিরহাদ হাকিম - Firhad Hakim
🎬 Watch Now: Feature Video
বুধবার রাতে পানিহাটিতে মৃত অনুপম দত্তের (TMC councillor shot dead) বাড়ি যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এই খুনের পিছনে বিজেপির যোগ আছে বলে অভিযোগ করেন তিনি। নাম না করে বিজেপি সাংসদ অর্জুন সিংকে (MLA Arjun Singh) নিশানা করেছেন ৷ তিনি এও অভিযোগ তোলেন যে, যেদিন কাউন্সিলর খুন হন সেদিন ওই এলাকা দিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় অর্জুন সিংকে । বাইরে থেকে সুপারি কিলার দিয়ে খুন করা, বাইরে থেকে আগ্নেয়াস্ত্র কেনা এইসব পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই ৷ এইসব সংস্কৃতি বিজেপির মধ্যেই পাওয়া যায়। এই খুনে যারা গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে বিজেপি নেতাদের অনেক ছবি রয়েছে। তিনি আরও বলেন, ‘‘আমাদের কর্মী অনুপম দত্ত খুন হননি, শহিদ হয়েছেন। দেশের সিবিআই, ইডি, আয়কর, এনআইএ সংস্থাগুলো নিয়ে খেলা করা হচ্ছে।’’
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST