'আমার গল্প শাহরুখ-সলমন নয়, আমাকেই বলতে হবে'; স্পষ্ট বার্তা ছবি বানানোর জেদে সংসারের স্বপ্ন ত্যাগ করা পরিচালক সৈয়দার - Syeda Neegar Banu Shares Her Thoughts on Nonapani

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 9:14 PM IST

Updated : Dec 9, 2023, 9:52 PM IST

চলতি বছরের চলচ্চিত্র উৎসবে একটিই মাত্র বাংলাদেশের ছবি দেখানো হচ্ছে ৷ খুলনার দক্ষিণাঞ্চলের বটখালি গ্রামকে কেন্দ্রে রেখে গল্প বেঁধেছেন পরিচালক সৈয়দা নিগার বানু । ছবির নাম 'নোনাপানি' ৷ একটি আয়লা বিধ্বস্ত গ্রামের চিত্র উঠে এসেছে ছবিতে । ছবিটি বানাতে পাক্কা নয় বছর লেগেছে তাঁর । পরিচালকের এটিই প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি । সেই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হল কলকাতায় ৷ তবে, স্বল্প দৈর্ঘের 22টি ছবি আগেই বানিয়ে ফেলেছেন তিনি । বাংলাদেশে এখনও রিলিজ করেনি 'নোনাপানি'। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চারটি শো পেয়েছে এই ছবি। আর তাই খুশি পরিচালক। তিনি বলেন, "এ দেশের দর্শক চলচ্চিত্র দরদী। ব্যবস্থাপনা বা অন্যকিছু নিয়ে সমালোচনা হলেও এখানকার দর্শক নিয়ে কোনও সমালোচনা করা যাবে না।" 

শহরের পরিবেশ ছেড়ে কেন তিনি বেছে নিলেন আয়লা বিধ্বস্ত এক গ্রামের গল্প ৷ আসলে পরিচালক পরিষ্কার জানান, তিনি যে গল্প বলতে চান তা সাধারণত ছবিতে বলা হয় না ৷ সলমন খান বা শাহরুখ খান তাঁর গল্প বলবেন না ৷ সেটা তাই তাঁকেই বলতে হব ৷ শুধু ছবি বানাবেন বলে সংসার করার স্বপ্ন ত্যাগ করেছেন সৈয়দা নিগার বানু। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল তাঁর আরও নানা কথা। 

Last Updated : Dec 9, 2023, 9:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.