New Serial Ramprasad: কোন পথে এগোবে ধারাবাহিক 'রামপ্রসাদ' ? খোঁজ নিল ইটিভি ভারত - বাংলা ধারাবাহিক রামপ্রসাদ
🎬 Watch Now: Feature Video
বাংলা টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এর। ছোটপর্দার একসময়ে বামাক্ষ্যাপা বা বামদেব হিসাবে সব্যসাচী চৌধুরীকে পেয়েছিলেন দর্শকরা ৷ আর তিনিই এবার হাজির হতে চলেছেন রামপ্রসাদের ভূমিকায় । আরেক মাতৃ সাধককে পর্দায় ফুটিয়ে তুলবেন সব্যসাচী ৷ এর আগে একই চ্যানেলের 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল বামাক্ষ্যাপার চরিত্রে । ধারাবাহিকের গবেষক শিবাশিস বন্দোপাধ্যায়ের কাছ থেকে জানা যায়, রামপ্রসাদ সেন ছিলেন কুলীন বদ্যি। তাঁর উপনয়ন হয়েছিল । তাঁর মধ্যে সেভাবে কোনও অলৌকিক ক্ষমতা ছিল বলে জানা যায় না । তিনি তাঁর সঙ্গীতের মাধ্যমেই মাকে খুঁজতেন। আলিবর্দি খাঁ, নবাব সিরাজ-ঊদ দৌল্লা, মীরজাফর এবং মীরকাশিম এই চারজন নবাবের রাজত্বকালই ছিল রামপ্রসাদের সময়কাল । রামপ্রসাদের ছোটবেলার কথা এই ধারাবাহিকে উঠে আসবে না । কারণ এই সম্পর্কিত ইতিহাসও খুব বেশি জানা যায় না ৷ উঠে আসবে তাঁর বৈবাহিক এবং সঙ্গীতময় জীবন । ফলে, ধারাবাহিকে যে সঙ্গীতের একটি বিশেষ ভূমিকা থাকবে তা বলাই বাহুল্য । সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজিৎ রায় । চিত্রনাট্য লিখছেন ঋতম ঘোষাল । পরিচালনায় অমিত সেনগুপ্ত ।