Salman in EB Show: দাবাং ট্যুর শেষে লাল-হলুদ আপ্যায়ণে আপ্লুত সলমন, কথা দিলেন 'শীঘ্রই ফিরব' - সলমন খান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 14, 2023, 2:36 PM IST

পাক্কা তেরোটি বছর পর কলকাতায় এলেন তিনি। শুধু এলেন না। এলেন, দেখলেন এবং সকলের আরও একবার মন জয় করলেন 'সুলতান'। তাঁর তো কত নাম। যে যেভাবে ভালোবাসেন, সে সেভাবেই তাঁকে ডাকে। লাল-হলুদের সবুজ ঘাসে শনিবারের রাতে তিলধারণের জায়গা ছিল না। তাঁর নাচ দেখতে বাংলাবাসী এক কথায় ঝাঁপিয়ে পড়েছিলেন। নব্বই-এর দশক থেকে শুরু করে 'দাবাং' সব ছবির হিট গানের সঙ্গেই নিজের নৃত্য ক্যারিশমা দেখান ভাইজান। সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে। তাছাড়া অগণিত সুন্দরীরা তো ছিলেনই ট্রুপে। 

এছাড়া 'মস্ত মস্ত দো নয়ন' গানে সোনাক্ষী হাজির হন সাদা শাড়িতে। এই সবের মজা লুটে নেন আমজনতা থেকে ক্লাব সদস্যরা। স্বভাবোচিত সারল্যে এদিন সকলের দিকে জল ছিটিয়ে দেন 'সল্লুভাই'। এরপর ভাইজানকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় ক্লাবের তরফে। সল্লুভাইকে দেওয়া হয় 27 নম্বর লাল-হলুদ জার্সি। তাঁকে ক্লাবের তরফ থেকে আজীবন সদস্য পদ দেওয়া হয়। আর তাতে বেশ খুশি সুলতান। তাঁকে সম্মান জানাতে মঞ্চে হাজির ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার-সহ ক্লাবের অন্যান্য কর্তা ব্যক্তিরা। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.