নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট - entertainment news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 1:23 PM IST

Umang 2023: প্রত্যেক বছরের মতো এই বছরও মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট ৷ শাহরুখ খান, সলমন খান থেকে আরবাজ খান, রণবীর কাপুর, রণবীর সিং, ববি দেওল, জন আব্রাহাম থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অন্যান্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, শিল্পা শেট্টি, কিয়ারা আডবানি, করণ জোহর, টাব্বু সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ রেড কার্পেটে নজর কাড়েন তারকারা ৷ এদিনের অনুষ্ঠানে নীল রঙের বেনারসি শাড়িতে দেখা যায় বলিউডের মস্তানিকে ৷ ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে পড়েন জাঙ্ক জুয়েলারি ৷ হেয়ারস্টাইল হিসাবে রাখেন স্লিক বান ৷

অন্যদিকে, রণবীর সিংকে দেখা যায় সাদা শার্টের উপরে কালো রঙের ব্লেজার-প্যান্টে ৷ চোখে সানগ্লাস ৷ অনুষ্ঠানে উপস্থিত হন বাদশা ও ভাইজান ৷ বাদশাকে দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে কালো ব্লেজারে অন্যদিকে ভাইজানকে দেখা গিয়েছে নীল রঙের শার্টের সঙ্গে কালো রঙের ব্লেজার-প্যান্ট ৷ অনুষ্ঠানে আলিয়া ভাট পরেছিলেন ফ্লোরাল-প্রিন্টেড কো-অর্ড আউটফিট ৷ গোলাপি শাড়িতে রেড কার্পেটে নজর কাড়েন তেজস্বী প্রকাশও ৷ সব মিলিয়ে বড়দিনের আগে মুম্বইয়ে তারকাদের জলসার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.