Raj Chakraborty: 'হার্ড ওয়ার্কের বিকল্প নেই', ধারাবাহিকের বর্ষপূর্তিতে নতুনদের উদ্দেশ্যে বার্তা রাজের - Raj Chakraborty
🎬 Watch Now: Feature Video
'গোধূলি আলাপ' ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে বহু সমালোচনা হয়েছে । তিন মাস যেতে না যেতেই গুঞ্জন শোনা যায় যে অবিলম্বে শেষ হয়ে যাবে সিরিয়ালটি । কিন্তু না । গুটি গুটি পায়ে এক বছর পার করল এই ধারাবাহিক । শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে এই ধারাবাহিকের বহু দর্শক। এক বছরের সেলিব্রেশনে সুদূর হায়দরাবাদ থেকেও এসেছেন এক দর্শক । তিনি হাতে করে এনেছিলেন উপহারও । এদিন কেক কেটে জন্মদিনের উৎসবে মেতে ওঠে 'গোধূলি আলাপ' পরিবার । হাজির ছিলেন প্রযোজক রাজ চক্রবর্তীও । তিনি এদিন বলেন, "আমি এই সেটটা নিজের হাতে বানিয়েছি। স্টোরি লাইন নিয়ে আমার সঙ্গে স্ক্রিপ্ট রাইটারের কথা হয়। আমি সময় পেলে দেখি।" ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নোলক অর্থাৎ সোমু সরকার নবাগতা। আর ইন্ডাস্ট্রির নতুনদের মধ্যে তাড়াতাড়ি সাফল্য না পেলেই দ্রুত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা লক্ষ্য করা যায় । ঘটে আত্মহত্যার মতো ঘটনাও। নতুনদের উদ্দেশ্যে রাজ চক্রবর্তী বলেন, "ধৈর্য ধরতে হবে। নিজের উপর থেকে কনফিডেন্স হারালে চলবে না। আর প্রচুর পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই। পরিশ্রম সাফল্য এনে দেবেই (Raj Chakraborty On His New Serial)।" এদিন মুখ খুললেন কৌশিক সেন এবং সোমু সরকারও ।