'ছবি থেকে শিক্ষা নিতে হবে', 'ম্যায় অটল হু' মুক্তির আগে সিনেপ্রেমীদের বার্তা পঙ্কজের - Main Atal Hoon

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 4:44 PM IST

Updated : Jan 16, 2024, 4:57 PM IST

Pankaj Tripathi: 19 জানুয়ারি মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠীর 'ম্যায় অটল হু' ৷ রবি যাদব পরিচালিত এই ছবি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবন দর্শন ও তাঁর রাজনৈতিক পথকে তুলে ধরা হয়েছে ৷ ছবির মুক্তির আগে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল ৷ অটলজির কথা বলার ধরন, হাঁটাচলা সবকিছু সূক্ষ্মভাবে অনুসরণ করতে হয়েছে ৷ তিনি বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিত্ব এখনকার রাজনৈতিক মানুষদের মধ্যে দেখা যায় না ৷ আমি এই মানুষটির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে শিখেছি, যদি আমাকে কেউ ঘৃণা করেন; তাহলেও আমাকে শান্ত থাকতে হবে ৷" তিনি জানান, অটলজির জীবন প্রত্যেককে অনুপ্রাণিত করে ৷ তাঁর চরিত্র শেখায়, এক ব্যক্তি জীবনে চাইলে সবকিছু করতে পারেন ৷ পরিচালক রবি যাদব জানিয়েছেন, ছবির চিত্রনাট্য লেখার আগে থেকেই ঠিক ছিল, এই চরিত্রে নেওয়া হবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ৷ পাশাপাশি তিনি জানান, অটলজির জন্মশত বর্ষে এই ছবির মুক্তি হওয়া বড় ব্যাপার ৷ সবমিলিয়ে এই ছবি দর্শকদের যেমন অনেক কিছু শেখাবে তেমনই বিনোদন যোগাবে বলে মত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ৷

Last Updated : Jan 16, 2024, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.