'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত - Aditya Gadhvi
🎬 Watch Now: Feature Video
Published : Dec 28, 2023, 12:06 PM IST
|Updated : Dec 28, 2023, 12:33 PM IST
Aditya Gadhvi Exclusive Interview: কোক স্টুডিয়ো ভারতে এই বছর নজর কেড়েছে আদিত্য গাধভির গুজরাতি লোকগান 'খালাসি' ৷ গানটি প্রকাশ্যে আসার পরেই 'গতি লো' গান ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সঙ্গীতশিল্পী আদিত্য রাতারাতি সেনসেশনাল হয়ে ওঠেন নেটপাড়ায় ৷ এই গানে সাধারণ মানুষকে থেকে সেলেবদেরও রিলস বানাতে দেখা যায় ৷ এহেন শিল্পীর গায়কি প্রতিভা এককথায় মুগ্ধ করে সকলকে ৷ 2023 গুজরাত সাহিত্য মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অন্যতম ভাইরাল এই তারকা ৷ গুজরাত বিশ্ববিদ্যালয়ের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে অন্যান্য স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন 'গোতি লো' তারকা আদিত্য ৷
জানান, তিনি গানটির মাধ্যমে বিশ্বব্যাপি পরিচয় পেয়ে আপ্লুত ৷ ধন্যবাদ জানান গানটির রচয়িতা ও সুরকারকে ৷ অনেকেই জানেন না, একটি ছবিতে আদিত্যর গাওয়া গান 2014 সালে অস্কারে নমিনেশন পেয়েছিল ৷ এই বিষয়ে তিনি জানান, ওই ছবিতে তিনি দুটো গান গেয়েছিলেন ৷ তারমধ্যে 'শিবস্তুতি' ও 'মহিষাসুর মর্দিনী স্তোত্রম' ভীষণ জনপ্রিয়তা পায় ৷ এটি টপ 75 অস্কার নমিনেশনে জায়গা পেয়েছিল ৷ এমনকী, আদিত্য আইপিএল ক্রিকেট টিম গুজরাত টাইটনের টাইটল ট্র্যাক গেয়েছেন ৷ এমন অনেক অজানা কথা উঠে আসে ইটিভি ভারতের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ৷ দেখুন ভিডিয়ো ৷