Dona Ganguly: নাচে-গানে স্বাধীনতা দিবস উদযাপন ডোনা গঙ্গোপাধ্যায়ের 'দীক্ষামঞ্জরী'র - Dona Ganguly and her organization
🎬 Watch Now: Feature Video
সদ্য পার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবস। দু'টি বিশেষ দিনকে স্মরণে রেখে চারদিনের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে 'দক্ষিণায়ন, ইউ কে'। অনুষ্ঠানে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান 'দীক্ষামঞ্জরী'। এই সাংস্কৃতিক সমারোহের প্রথম অনুষ্ঠানটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে 14 অগস্ট অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্মশতবার্ষিকী অডিটোরিয়ামে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় গানের মাধ্যমে। এছাড়াও ছিল ঋষি অরবিন্দ ঘোষের 150তম জন্মবার্ষিকীর সমাপ্তি উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল গীতি। সঙ্গীত পরিবেশন করেন দক্ষিণায়ন ইউ কে'র ড: আনন্দ গুপ্ত। নৃত্য পরিচালনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের শিরোনাম 'অমৃতাজ্ঞলি'। শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের দেশে এত মণীষী, এত কবিরা ছিলেন যে একটা স্বাধীনতা দিবস পালন করতে গেলে বেশি ভাবতেই হয় না, কী গান বেছে নেওয়া হবে। ইংল্যান্ডের প্রবাসীরা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, এ এক বড় পাওয়া।" পাশাপাশি তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠান করতে পেরে তিনি খুবই আপ্লুত ৷ স্মৃতিচারণে উঠে আসে তাঁর ছোটবেলার স্বাধীনতা দিবস উদযাপনের কথাও ৷