Dev New Film: 'নিজেকে ছাপিয়ে যাওয়াটাই লক্ষ্য', 'প্রধান' ছবির পোস্টার মুক্তির দিনে বললেন দেব, উৎসাহী বাকিরাও - দেব ছাড়াও রয়েছেন সোহম চক্রবর্তী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 6:09 PM IST

বছর শেষে বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে দেবের নতুন  ছবি 'প্রধান' ৷ আগামী 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে দেব ছাড়াও রয়েছেন সোহম চক্রবর্তী ৷ দু'জনেই ছবিতে অভিনয় করবেন পুলিশ অফিসারের ভূমিকা ৷ এছাড়াও রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসুর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এই ছবির হাত ধরেই অনেকদিন পর রুপোলি পর্দায় ফিরছেন পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায় । 'টনিক' এবং 'প্রজাপতি'র দুর্দান্ত সাফল্যের পর 'প্রধান' একটি বড় চ্যালেঞ্জ এমনটাই দাবি দেবের । কেউই নিজের চরিত্র নিয়ে এক্ষুণি কিছু বলতে নারাজ । এদিন দেবের ভূয়সী প্রশংসা করলেন টলিউডের প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় । এর আগেও দেবের  সঙ্গে কাজ করেছেন তিনি ৷ ছবির নাম ছিল 'টনিক' ৷ তবে এবারের গল্পটা একেবারে আলাদা বলেই দাবি করেছেন তিনি ৷ শুরুতেই দেব মাইক্রোফোন হাতে নিয়ে স্বভাবোচিত ভঙ্গিতে বলেন, "ছবির বাজেট কম। তাই আমিই আজ অ্যাঙ্কর।" ছবির যে পোস্টার সামনে এল তাতে দেখা গেল দেব-অনির্বাণ এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.