'মেগা সিরিয়াল মেয়েরা টানলেও পারিশ্রমিকের অংক বেশি পুরুষদের', ইন্ডাস্ট্রি নিয়ে অকপট অনন্যা - অনন্যা চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 6:40 PM IST
Ananya Chatterjee: অনেকদিন ধরেই বাংলা ধারাবাহিকে দেখা মিলছে না অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের। তাঁর অভিনীত শেষ ধারাবাহিক 'জয় কালী কলকাত্তাওয়ালি'। এবার একটি ডকুমেন্টারি ফিল্মে অভিনয় করলেন অভিনেত্রী। 'লাইট ক্যামেরা মেগা' নামক ডকুফিল্মটি বানিয়েছেন প্রবাসী বাঙালি অধ্যাপিকা ড: তন্বী চৌধুরী। সেখানে ফিকশন পর্বে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়।
মেগা সিরিয়ালে মেয়েদের অভিনয় করতে আসা, তাঁদের লড়াই, কাজ পাওয়া না পাওয়ার যন্ত্রণা সব নিয়েই এই 'লাইট ক্যামেরা মেগা'। রয়েছে একঝাঁক অভিনেত্রীর সাক্ষাৎকার। যাঁরা নিয়মিত কাজ পান না তাঁদেরকে মন খারাপ করে হারিয়ে যেতে বারণ করেছেন তিনি। ধৈর্য ধরতে বলেছেন। আজ কাজ আছে মানে কালও থাকবে এমনটা নয়। তার জন্য কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়াও ভুল বলে মনে করেন তিনি।
একইভাবে তুলে ধরেন বাংলা ধারাবাহিক নারীকেন্দ্রিক হলেও পুরুষদের বেশি পারিশ্রমিক পাওয়ার বিষয়টি। এর আগে 'একদিন প্রতিদিন', 'তিথির অতিথি', 'আলেয়া', 'অনন্যা', সুবর্ণলতা' ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু হয় টেলিভিশনের হাত ধরেই। এরপর টেলিফিল্ম, ফিচার ফিল্ম আর এই মুহূর্তে ওয়েবেও পা পড়েছে তাঁর। ঋতুপর্ণ ঘোষের ছবি 'আবহমান'-এ দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অনন্যা চট্টোপাধ্যায়। অভিনেত্রী বেছে কাজ করেন। অন্য অভিনেত্রীদের তুলনায় তাঁর দেখাও কমই মেলে। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আরও অনেক কথা ইটিভি ভারতের প্রতিনিধিকে বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।