জবলপুর (মধ্যপ্রদেশ), 8 জানুয়ারি: কেরিয়ার যখন মধ্যগগনে তখনই গ্ল্যামার ওয়ার্ল্ডকে বিদায় জানালেন প্রাক্তন বিশ্বসুন্দরী (ট্যুরিজম) ৷ মুখ ফেরালেন অভিনয় জগত থেকেও ৷ অভিনেত্রী ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ট্যুরিজম ইশিকা তানেজা বেছে নিলেন সন্ন্যাসিনীর পথ ৷ সিনেমার চাকচিক্যময় জগৎ থেকে দূরে তিনি ধর্মের পথ বেছে নিলেন।
মঙ্গলবার ইশিকা মধ্যপ্রদেশের জবলপুরে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জি মহারাজের কাছ থেকে গুরু দীক্ষা নেন। ইশিকা জানিয়েছেন, আজকের শিক্ষিত তরুণদের ধর্মে যোগ দেওয়া উচিত ৷ তিনি আরও জানান, ছোটবেলা থেকেই নাকি তিনি ধার্মিক ছিলেন ৷ এখন শিল্প, সৌন্দর্য ও সিনেমা জগৎ থেকে দূরে সরে গিয়ে ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে চান বলে জানিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী (ট্যুরিজম) ।
2017 সালের মিস ওয়ার্ল্ড ট্যুরিজম প্রতিযোগিতা
বিশ্বসুন্দরীর মঞ্চে তিনি যে খুব বেশিদিন হল প্রাক্তন হয়েছেন তা কিন্তু নয় ৷ 2017 সালে মিস ওয়ার্ল্ড ট্যুরিজম (ইন্ডিয়া) হয়েছেন ইশিকা । মালয়েশিয়ার মেলাকাতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ট্যুরিজম-এ বিজনেস ওম্যান অফ দ্য ওয়ার্ল্ডের খেতাবও পেয়েছেন তিনি। উইমেন অ্যাচিভার্স অফ ইন্ডিয়া-তে 100 জনের মধ্যে ইশিকা রাষ্ট্রপতি পুরস্কারেও সম্মানিত হয়েছেন। এখন সেই সব কিছু ছেড়ে এখন তিনি সাত্ত্বিক জীবন যাপন করবেন বলে জানিয়েছেন ৷
এদিন ইশিকা যখন জবলপুরে পৌঁছান তাঁকে তানেজা দেখা গিয়েছে সাধ্বীর পোশাকে ৷ সেখানে তিনি জ্যোতিষ পীঠ ও দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা ও আশীর্বাদ গ্রহণ করেন।
ছোটবেলা থেকেই ধর্মের প্রতি ঝোঁক
গুরু দীক্ষা গ্রহণ করার পর ইশিকা সাংবাদিকদের বলেন, "ছোটবেলা থেকেই ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল। ধ্যান হোক বা ইসকন এবং শ্রী শ্রী রবিশঙ্কর জির সঙ্গে কাজ করা হোক, আমি আগেও এই সবকিছুর সঙ্গে যুক্ত ছিলাম ৷ তারপর আমার মনে হয়েছে এখন এই সব কিছু ছেড়ে দিয়ে ধর্মে যোগ দেওয়া উচিত। আমার মনে হয়েছে, এই সময়ে আমি যদি ধর্মে যোগ না দিই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি মনে করি যে সমস্ত তরুণদের এগিয়ে আসা উচিত এবং ধর্মে যোগ দেওয়া উচিত কারণ তাদের শক্তি এবং সময় আছে।"
জবলপুরেই কেন নিলেন দীক্ষা ?
ইশিকা তানেজা বলেন, "আমি বিশেষভাবে গুরু দীক্ষা নিতে জবলপুরে এসেছি কারণ আমি জানতে পেরেছিলাম যে শঙ্করাচার্য জি এখানে আছেন। তাঁর নির্দেশে আমি জবলপুরে এসে আশীর্বাদ নিয়ে গুরু মন্ত্র গ্রহণ করেছি। এখন তাঁর নির্দেশ অনুযায়ী ধর্মের পথে অনুসরণ করব ৷" শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী মহারাজ বলেন, "গুরু দীক্ষা দেওয়া হয় আধ্যাত্মিক শক্তির জন্য। দীক্ষা গ্রহণ ও পুজো করলে শক্তি সঞ্চিত হয়। যখন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, তখন মানুষ গুরুর শরণাপন্ন হয়।"
ইশিকার উজ্জ্বল কেরিয়ারগ্রাফ
উল্লেখ্য, ইশিকা মধুর ভান্ডারকরের ছবি 'ইন্দু সরকার' এবং ওয়েব সিরিজ 'হাড'-এও কাজ করেছেন। অনেক ক্রীড়া ইভেন্টে অ্যাঙ্কর হিসাবে কাজ করার পাশাপাশি তিনি অনেক বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছেন। এমনকী, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে ইশিকার ৷ তিনি মাত্র 60 মিনিটে 60 জনের এয়ারব্রাশ মেকআপ করে তাক লাগান বিশ্বকে ৷ তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৷ ভারতী তানেজা বিউটি গ্রুপের তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন ৷ পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও নিজেকে যুক্ত রেখেছিলেন ৷ তিনি নিজের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দিল্লির নির্ভয়ার বাবা-মাকে উৎসর্গ করেন ৷ পাশাপাশি যাঁরা বিভিন্ন সময় ধর্ষণের শিকার হয়েছেন তাঁদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করেন ইশিকা ৷