নয়াদিল্লি, 8 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই বড় চমক দিল কংগ্রেস। 'পেয়ারি দিদি যোজনা'-র এবার তাদের বাজি 'জীবন রক্ষা যোজনা'। এর ফলে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দিল্লির বাসিন্দারা বিনা খরচে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধে পাবেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত বুধবার এই নয়া প্রকল্পের কথা সাংবাদিকদের জানান।
অতীতে দিল্লিতে টানা 15 বছর সরকার চালানো কংগ্রেস গত কয়েকটি নির্বাচনে সামান্য প্রভাবও ফেলতে পারেনি। বিধানসভায় তাদের কোনও প্রতিনিধি নেই । দিল্লির নিরিখে হাত খালি লোকসভাতেও । এবারও তারা একাই লড়ছে ৷ তাদের মূল প্রতিপক্ষ ইন্ডিয়া শিবিরের শরিক আম আদমি পার্টি । এমতাবস্থায় প্রচারে খামতি রাখতে নারাজ কংগ্রেস। 'পেয়ারি দিদি' প্রকল্পে মহিলাদের কাছে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছ দেওয়া সেই চেষ্টারই অংশ ।
दिल्ली के लिए कांग्रेस की गारंटी 📢
— Congress (@INCIndia) January 8, 2025
जीवन रक्षा योजना : 25 लाख रुपए तक का स्वास्थ्य बीमा#25_लाख_का_मुफ्त_इलाज pic.twitter.com/CLbeYJ72vd
জনমনকে সহজে স্পর্শ করার সেই হাতিয়ারে আবারও শান দিল কংগ্রেস । 'জীবন রক্ষা যোজনা'-য় চিকিৎসার জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত পাবেন রাজধানীর বাসিন্দারা। এই অর্থ দিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো যাবে। জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে অন্য বিভিন্ন চিকিৎসাও করা যাবে এই বিমার টাকায়।
প্রকল্পের কথা ঘোষণা করে গেহলত বলেন, "দিল্লিতে কংগ্রেসের জয়ের সুযোগ বাড়ছে। আর আমার মনে হয় দেশেরও জন্য এমনটা হওয়া দরকার।" নেতা আরও মনে করেন, এই প্রকল্পের সাহায্যে দিল্লির ভোটারদের মন ছুঁতে পারবে কংগ্রেস। দিল্লির নির্বাচনে ভোটারদের আকর্ষণ করতে একটি বিশেষ স্লোগানও ব্যবহার করছে হাতশিবির । সেটি হল- "হোগি হার জরুরত পুরি, কংগ্রেস হ্যায় জরুরি।" মানে দিল্লির আশা-আকাঙ্খা পূরণ করতে একমাত্র কংগ্রেসই পারে।
কংগ্রেস যখন নতুন প্রকল্পের ঘোষণা করছে, সেদিনই নতুন করে উত্তপ্ত দিল্লির রাজনীতি। 'শিসমহল' বিতর্ককে কেন্দ্র করে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে হানা দেন আপের দুই নেতা। সেখানে প্রবেশ করতে না দেওয়ায় তাঁরা রাস্তাতেই প্রতিবাদ করতে থাকেন । এই বাসভবনটিতে মুখ্যমন্ত্রী অতিশী থাকেন না। তাঁর জন্য বরাদ্দ হয়েছে অন্য একটি বাংলো । আগে এখানে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।