Swara Bhashkar Reception: স্বরা-ফহাদের রিসেপশনে হাজির রাহুল থেকে অরবিন্দ কেজরিওয়াল - swara bhaskar and fahad ahmad

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 17, 2023, 1:02 PM IST

Updated : Mar 17, 2023, 1:54 PM IST

দিল্লি এয়ারফোর্স অডিটোরিয়ামে আয়োজিত হল স্বরা ভাস্করের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান ৷ স্বরা-ফহাদের রিসেপশন স্বাভাবিক ভাবেই ছিল তারকাখচিত ৷ অভিনয় জগত থেকে রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷ অতিথি তালিকায় ছিলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুর, সিপিএম নেতা প্রকাশ কারাত, বৃন্দা কারাত, আপ সাংসদ সঞ্জয় সিং, দলের নেতা সৌরভ ভরদ্বাজ-সহ আরও অনেকে (Rahul Gandhi And Others attend Swara Reception )৷ ফহাদকে এদিন দেখা গিয়েছে বিয়ের ঝলমলে শেরওয়ানিতে অন্যদিকে স্বরার পরণেও ছিল লেহেঙ্গা ৷ স্বরা-ফহাদের পরিচয়ের সূত্রপাত এনআরসি বিরোধী আন্দোলন থেকে ৷ আগেই আইনি বিবাহ সেরে ফেলেছেন তাঁরা এবার তাঁরা সাতপাকে বাঁধা পড়লেন সামাজিক নিয়ম মেনে ৷ তাঁদের রিসেপশনের ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ 

Last Updated : Mar 17, 2023, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.