Koneenica Bandyopadhyay: ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়ে বড়পর্দার 'মায়া'জালে কনীনিকা - রাজর্ষি দের মায়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 6, 2023, 7:37 PM IST

'আয় তবে সহচরী' ধারাবাহিকে সহচরী সেনগুপ্তর চরিত্রে অভিনয় করতে করতেই চিকিৎসার জন্য চেন্নাই পাড়ি দেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরে বেশ কিছুদিন কাজ থেকে বিশ্রাম নেন। এর মাঝেই মুক্তি পায় দর্শকের বহুল প্রশংসিত বাংলা ছবি 'প্রজাপতি'। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা। তার কিছুদিনের মধ্যেই হইচই-তে আসে ওয়েব সিরিজ 'রাজনীতি'। সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী'র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর 7 জুলাই মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে'র 'মায়া'। সেখানে পারমিতা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে বড় পর্দায় দেখা যাবে 'মায়া' ৷ এই ছবিতে মাল্টিস্টার কাস্ট ৷ প্রতিটি চরিত্র এগিয়েছে নিজের নিজের ছন্দে ৷ প্রত্যেক ভূমিকা আলাদা করে গুরুত্বপূর্ণ ৷ ফলে এই ছবিতে কনীনিকার চরিত্র ছোট হলেও গুরুত্ব রয়েছে যথেষ্ট ৷ হাতে বন্দুক নিয়ে অন্যরকম লুকে দর্শকদের অবাক করবে 'মায়া'র কনীনিকার চরিত্র, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'নিখোঁজ'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কনীনিকাকে ৷ সবমিলিয়ে সিরিজ এবং সিনেমায় ব্যস্ত অভিনেত্রী বাংলা ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। নিজের কাজ নিয়ে ইটিভি ভারতের দরবারে খোলামনে আড্ডা দিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.