Actors on Tumpa Autowali: আবিরকে প্রকাশ্যেই খুনের হুমকি টুম্পার, কেন? দেখুন ভিডিয়ো - Actors on Tumpa Autowali

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 8:00 PM IST

পাঁচ বছর এগিয়ে গিয়েছে 'টুম্পা অটোওয়ালি'র গল্প । টুম্পা এখন মা । সে লেখাপড়া শিখে হয়ে উঠেছেন আধুনিকা এবং সুশিক্ষিতা । গল্প মোড় নিয়েছে অন্যদিকে । এক মহিলা অটোচালকের জীবন ঠিক কেমন হতে পারে, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ধারাবাহিকে । সঙ্গে রয়েছে পারিবারিক টানাপোড়েন এবং ষড়যন্ত্র । এবার এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে আরেকটি নতুন চরিত্র অস্মিতা মল্লিক । পাঁচশো পর্ব পার করে ফেলল ধারাবাহিক । আর তার জমজমাট সেলিব্রেশন হয়ে গেল সেটে । 

তার মাঝেই ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন ধারাবাহিকে নায়ক-নায়িকা টুম্পা অর্থাৎ রিয়েল লাইফের ডোনা ভৌমিক এবং আবির অর্থাৎ সায়ন বসু । ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল তাঁদের খুনসুটি । পাঁচশো পর্বের সেলিব্রেশনও হল বেশ চমৎকার ৷ একে অপরের 'লেগ পুল' করতেও ছাড়লেন নায়ক বা নায়িকা কেউই ৷ আগামীতে কি আবারও পর্দায় জুটি বাঁধতে চান তাঁরা? সেই নিয়েও মজা করলেন দু'জনে। ডোনা তো মজা করে খুনের হুমকিও দিলেন তাঁর নায়ককে ৷ টিআরপি নেমে গেলে হঠাৎ ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়েও তাঁর মতামত জানালেন সায়ন। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.