Minibus Services Disrupted in Durgapur : জ্বালানির জ্বলুনিতে দুর্গাপুরে বন্ধ হল 70টি মিনিবাস - Minibus Services Disrupted in Durgapur

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 6, 2022, 12:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বাড়তে থাকা জ্বালানির দামের রেশ এ বার পরিবহনে (Minibus Services Disrupted in Durgapur) ৷ দুর্গাপুর মহকুমায় 70টি মিনিবাস বন্ধ করে দিল বাস মালিক সংগঠন (Durgapur Minibus Association Stopped 70 Minibuses Due to Fuel Price Hike) ৷ ডিজেলের দাম একভাবে বাড়তে থাকলে বাকি 200টি মিনিবাসও তুলে নিতে পারে মালিকপক্ষ ৷ রাজ্যে ইতিমধ্যে 5 জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে ৷ এই পরিস্থিতিতে দুর্গাপুর মহকুমা এলাকার বিভিন্ন রুটের 270টি মিনিবাসের মধ্যে প্রায় 70টি তুলে নেওয়া হয়েছে ৷ ফলে বহু চালক এবং কনডাক্টর বেকার হয়ে গিয়েছেন ৷ 270টি মিনিবাসে প্রায় সাড়ে আটশো কর্মী কাজ করেন ৷ ফলে বাড়তে থাকা ডিজেলের দাম ও ভাড়া না বাড়া, দুইয়ের চাপে বাধ্য হয়েই বাস তুলে নিতে হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুর মহকুমা মিনিবাস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দে ৷ আগামী 7 এপ্রিল মিনিবাস অ্যাসোসিয়েশনের বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.