Docu Film on Pandit Amiya Ranjan Bandyopadhayay : পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় সঙ্গীত জীবন এবার তথ্যচিত্রে - পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় সঙ্গীত জীবন এবার তথ্যচিত্রে
🎬 Watch Now: Feature Video
ভারতীয় মার্গ সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী সঙ্গীতাচার্য পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় সঙ্গীত জীবন এবার বন্দি হল তথ্যচিত্রে । 'চরৈবতি চরৈবতি' নামের তথ্যচিত্রটির পরিচালক মৃন্ময় নন্দী । প্রযোজনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী নন্দিনী চক্রবর্তী । নন্দনে তথ্যচিত্রটি দেখানো হয় বিশিষ্টজনদের উপস্থিতিতে । হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, তবলা শিল্পী কুমার বসু, সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য-সহ আরও অনেকে । এসেছিলেন সঙ্গীতাচার্যের পরিবারের অনেকেই (Documentary on Pandit Amiya Ranjan Bandyopadhayay )।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST