গোপাল কোলে দুঃখ ভুলছেন দীপান্বিতা - bowbazar
🎬 Watch Now: Feature Video
সাধের গোপাল বাড়ির ধ্বংসস্তুপের মধ্যে বন্দি ৷ ভেঙে গিয়েছে স্বপ্নের অনেক কিছুই ৷ কষ্টে তিন দিন মুখে কিছু তুলতে পারেননি বউবাজার দুর্গা পিটুরি লেনের ভেঙে পড়া বাড়ির বাসিন্দা দীপান্বিতা হালদার ৷ তার আদরের গোপাল আটকে রয়েছে ভাঙা বাড়িতে ৷ প্রতিদিন গোপালকে খাইয়ে তবেই দুমুঠো মুখে তোলেন ৷ শনিবারের অভিশপ্ত রাতে এক কাপড়ে বাড়ি ছেড়ে ছিলেন ৷ প্রাণপ্রীয় গোপালকেও সঙ্গে নিতে পারেননি ৷ আজ সকাল থেকেই বাড়ির সামনে বসে ছিলেন ৷ মেট্রোর আধিকারীকরা অনুমতি দিতেই ঘরে ঢুকে গোপালকে কোলো তুলে নেন ৷ চোখের জল আর বাধ মানেনি দীপান্বিতা দেবীর ৷