পৌরকর্মীদের তত্ত্বাবধানে নির্বিঘ্নে বিসর্জন দামোদরে - পৌরকর্মীদের তত্ত্বাবধানে নির্বিঘ্নে বিসর্জন দামোদরে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 26, 2020, 10:45 PM IST

দশমীতে আসানসোলে ভাসান হল নির্বিঘ্নে । হীরাপুরের কালাঝরিয়াতে দামোদর নদে মূল বিসর্জন প্রক্রিয়া শুরু হয় বিকেল থেকেই । মূলত বাড়ির পুজো ও বেশ কিছু সর্বজনীন পুজোর বিসর্জন হয় আজ । আগামীকাল ও পরশুও চলবে বিসর্জন । কালাঝরিয়া এলাকায় দামোদর নদে ভাসানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে । চ্যানেলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে প্রতিমাকে টেনে নিয়ে গিয়ে দামোদরে নিরঞ্জন করা হচ্ছে । পুরো বিষয়টি পৌরকর্মীরাই সুসংহতভাবে পরিচালনা করছে । পৌরনিগম সুত্রে জানা গেছে, বিশেষ ক্যাম্প করে প্রথমে পুজোগুলির নাম নথিভুক্ত করা হচ্ছে । এরপর শৃঙ্খলাবদ্ধভাবে একে একে প্রতিমা নিরঞ্জন হচ্ছে । পৌরনিগমের অস্থায়ী ক্যাম্পে পানীয় জল, চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে । প্রস্তুত ছিল বিপর্যয় মোকাবিলা টিমও । যদিও প্রথম দিনের নিরঞ্জনে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.