Snatchers arrested in Manikchak : মানিকচকে ধৃত 3 ছিনতাইবাজ, উদ্ধার আগ্নেয়াস্ত্র
🎬 Watch Now: Feature Video
মালদার মানিকচকে গ্রেফতার হল তিন ছিনতাইবাজ (Three snatcher arrested in Manikchak) ৷ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও কার্তুজ ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া নগদ টাকাও ৷ তা মালদা শহরের বিবেকানন্দপল্লির এক ব্যবসায়ীর ৷ উদ্ধার হওয়া টাকা ও সামগ্রী ওই ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে ৷