Talapark 15 pally Puja : টালাপার্ক 15 পল্লির পুজোয় ভাবনার ভিড় - দুর্গা পুজো
🎬 Watch Now: Feature Video
টালাপার্ক 15 পল্লির দুর্গোৎসব কমিটির প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে । এ বছর তাদের পুজোর থিম "ভাবনার ভিড়"৷ বিগত দেড়-দুই বছর ধরে সারা বিশ্বেই কোভিডের থাবা । যার ফলে বিভিন্ন পেশার মানুষ কাজ হারিয়েছেন । পুজোও তার ব্যতিক্রম নয় । পুজো কমিটিগুলি এ বার একটা বাজেট টার্গেট করে পুজো শুরুও করেছিল । কিন্ত কোভিডের কারণে বাজেটে কাটছাঁট করতে হয় । এর মূল কারণ কর্পোরেট সংস্থাগুলি অনুদান কমিয়ে এনেছে । শিল্পী যে ভাবনা নিয়ে পুজো মণ্ডপটি তৈরির কাজ শুরু করেছিলেন সেটা আর করা যায়নি । কম বাজেটের মধ্যে সাধ্য ও সাধনার একটা মেলবন্ধন তুলে ধরা হয়েছে । একজন শিল্পী তাঁর ভাবনাটা বাস্তবে পরিণত করার লড়াই, সেটাই তুলে ধরেছে টালাপার্ক 15 পল্লির পুজো মণ্ডপে । এ বছর 81তম বর্ষ ৷