"সাজানো বাগান পেয়ে মন্ত্রী হয়েছেন", রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দলেরই বিধায়কের - TMC

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 6, 2020, 5:19 PM IST

"সাজানো বাগান" পেয়ে বিধানসভার টিকিটে জিতে মন্ত্রিত্ব পেয়েছেন । এই ভাষাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন গ্রামীণ হাওড়ার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা । রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল মন্তব্য করেন, যাঁরা ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেন তাঁদের মধ্যে তিনি নেই । সাদাকে সাদা বলেন । কালোকে সাদা তিনি বলেন না । তিনি মাঠে নেমে রাজনীতি করেন । এর পরিপ্রেক্ষিতে বিধায়ক সমীর পাঁজা বলেন, দলের আন্দোলনের সময় কোথায় ছিলেন । উনি সাজানো বাগান পেয়ে বিধানসভার টিকিটে জিতেছেন । সবকিছু পেয়ে দলে এসেছেন । তৃণমূল ছেড়ে অন্য দলে গেলে তাঁদের রাজনৈতিক মৃত্যু হবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.