কিষান সম্মান নিধির টাকাতেও কাটমানি চান দিদি : জয়প্রকাশ
🎬 Watch Now: Feature Video
কৃষক বিল নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত । মঙ্গলবার এই বিষয়ে রাজ্যপালের টুইট, পত্রবোমা, সাংবাদিক বৈঠক, পালটা তৃণমূলের টুইট- দিনভর টানাপোড়েন চলে । সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে রাজ্যপালের কাছে কৃষি বিল ইশুতে তৃণমূলের প্রচারের বিরুদ্ধে অভিযোগ জানাল রাজ্য BJP । এদিন দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, সম্পাদক সব্যসাচী দত্ত, বিধায়ক শুভ্রাংশু রায় রাজপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কৃষকদের ঠকাচ্ছেন । দিদি এখন বলছেন, কৃষি মন্ত্রককে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা রাজ্যকে পাঠাতে হবে । আমাদের প্রশ্ন, যেখানে সারা ভারতবর্ষে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে সেখানে এই রাজ্যে কেন তা হবে না। আমফানে যেমন কাটমানি খেয়েছিলেন, এই ক্ষেত্রেও কাটমানি খাবেন দিদি ? "