হরিশ চ্যার্টার্জি স্ট্রিট ব্যানার্জি স্ট্রিট হয়ে গিয়েছে, বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপের - Mamata Banerjee
🎬 Watch Now: Feature Video
হরিশ চ্যার্টার্জি স্ট্রিট দখল হয়ে ব্যানার্জি স্ট্রিট হয়ে গিয়েছে । বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি মনে করেন ৷ হরিশ চ্যার্টার্জি স্ট্রিট পুরো দখল হয়ে গিয়েছে । ব্যানার্জি স্ট্রিট হয়ে গিয়েছে ।" আরও বলেন, "বিশ্বভারতীতে মাফিয়াদের দৌরাত্ম্য চলছে আর সেই মাফিয়াদের সমর্থন করছেন মমতা ব্যানার্জি ৷" মুখ্যমন্ত্রীকে লেখা অমর্ত্য সেনের চিঠি প্রসঙ্গে বলেন, "আমি জানি না কে কার পাশে দাঁড়াচ্ছে ৷" লাভ জিহাদ প্রসঙ্গে অমর্ত্য সেনের বক্তব্যের পালটা তিনি বলেন, "উনি তিনবার বিয়ে করেছেন ৷ তাঁর এই বিষয়ে বলার নৈতিক অধিকার নেই ৷" আরও একধাপ এগিয়ে অমর্ত্য সেনকে আক্রমণ করে তিনি বলেন, "উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ৷ দেশের মানুষের দুঃখে-কষ্টে ছিলেন না ৷ ওঁর নীতিকথা শুনতে আমরা রাজি না ৷ যারা শুনেছে তারা ডুবেছে ৷"