International Kolkata Book Fair : কমিকসের খোঁজে খুদেদের হানা বইমেলার স্টলে
🎬 Watch Now: Feature Video
কমিকস চিরকালীন, কমিকস আবালবৃদ্ধবনিতার । কমিকস ভালবাসে না এমন মানুষ বিরল । সব বয়সের মানুষের পছন্দ কমিকস । তা সে 'হাদা ভোঁদা' হোক বা 'নন্টে ফন্টে' কিংবা 'বাঁটুল দি গ্রেট' আজও খুঁজে বেড়ায় নানা বয়সের বইপ্রেমীরা। তপ্ত দুপুরে কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) এক স্টলে কমিকসের খোঁজে হানা দিল একদল খুদে পড়ুয়া । সেখানে কমিকস ছাড়াও পাওয়া যাচ্ছে 'ব্যোমকেশ সমগ্র', 'ফেলুদা সমগ্র' এমনকি পঞ্জিকাও ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST