Mukutmanipur Dam : প্রবল বর্ষণ, মুকুটমনিপুর জলাধার থেকে ছাড়া হল জল - কংসাবতী ড্যাম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 22, 2021, 4:59 PM IST

ছবিটা বাঁকুড়ার রানি মুকুটমনিপুরের । গত শনিবার থেকে জেলায় প্রবল বর্ষণের জেরে এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ প্রায় কানায় কানায় ভর্তি । মঙ্গলবার 10 হাজার কিউসেক জল ছেড়েছিল কংসাবতী দফতর ৷ বুধবার প্রায় 5 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । বাঁকুড়া জেলার সীমানায় যে সমস্ত জেলা আছে যথা পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলা বন্যাপ্রবণ হওয়ায় সেই কথা মাথায় রেখেই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কংসাবতী ড্যাম দফতর । গতকাল থেকে এপর্যন্ত জেলায় মোট 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে । মুকুটমনিপুরের পাশাপাশি পুরুলিয়াতেও প্রচুর বৃষ্টি হয়েছে ৷ তাই জলস্তর বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট জলাধার দফতর । এই মূহুর্তে জলাধারে 433 ফুট জল রয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.