Sujan Chakraborty : বাংলা ভাগ নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি : সুজন - কোচবিহার
🎬 Watch Now: Feature Video
"দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপির মুখোশটা খুলে দিয়েছে । কলকাতায় বসে বলছেন, 'জন বার্লার (John Barla) দাবি আমরা মানি না ।' আবার গতকাল জন বার্লার পাশে বসে বলছেন, 'জন বার্লার দাবিকে আমরা সমর্থন করছি ।' এটা বিজেপির দ্বিচারিতা ।" রবিবার বিকেলে সিপিআইএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । এদিন সুজন বলেন, "যখন দক্ষিণবঙ্গে থাকছেন তখন এক কথা বলছেন, আর যখন উত্তরবঙ্গে থাকছেন তখন অন্য কথা বলছেন । রাজ্যের বিভিন্ন সমস্যা আছে । সেটা কীভাবে মেটানো যায় সেটা দেখতে হবে । কিন্তু ছোট ছোট রাজ্য করে সমস্যা সমাধান হয় না ৷ এটা উত্তরাখণ্ড-সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রমাণ মিলেছে । আসলে এটা একটা রাজনৈতিক মনোভাব । ভোটের দিকে তাকিয়ে তৃণমূল যেমন গ্রেটার, কেপিপি তৈরি করছে, এখন বিজেপি বাংলা ভাগের কথা বলছে । মনে যাই থাকুক না কেন, শুধু ভোটের দিকে তাকিয়ে বিজেপি এই দ্বিচারিতা করছে ৷" পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন এই বর্ষীয়ান সিপিএম নেতা ।