BJP Candle March in Bankura : পঞ্জাবের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় সৌমিত্র খাঁ-র মোমবাতি মিছিল - প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভের প্রতিবাদে মোমবাতি মিছিলে সৌমিত্র খাঁ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 7, 2022, 8:06 AM IST

বুধবার পাঞ্জাবে কৃষক বিক্ষোভের জেরে প্রায় 15-20 মিনিট আটকে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ বিজেপি-র দাবি কোনও মতে প্রাণে বাঁচানো গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি । বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখীতে এই ঘটনার প্রতিবাদে মৌন মোমবাতি মিছিলে অংশ নেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan and others join in to a candle march)। এছাড়াও মিছিলে পা মেলান সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা । পঞ্জাবের ঘটনার তীব্র নিন্দা করে সৌমিত্র খাঁ জানান, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে শিব মন্দিরে পুজো দিয়েছেন তাঁরা ৷ একইসঙ্গে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলেও উল্লেখ করেন তিনি (BJP Candle March in Bankura)৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.