Christmas eve in Kamarpukur : ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুর মঠ ও মিশন

By

Published : Dec 25, 2021, 7:27 AM IST

Updated : Dec 25, 2021, 8:59 AM IST

thumbnail
ক্রিসমাসের ঠিক প্রাক্কালে হুগলির কামারপুকুর মঠ ও মিশনে পালিত হয় প্রাক ক্রিসমাস সন্ধ্যা (Monks in kamarpukur mission celebrates the Christmas eve)। আর এই অনুষ্টানকে ঘিরেই বিভিন্ন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হল মঠ ও মিশন চত্বর । পাশাপাশি মঠের সন্ন্যাসী ও ভক্তদের মাঝে যীশুর জীবনী ও দর্শন পাঠের মধ্যে দিয়ে মিশনের নিজস্ব নিয়মে পালিত হল এই সন্ধ্যা । মঠের অধ্য়ক্ষ লোকেত্তরানন্দ মহারাজ জানান, যীশুর কথা তাঁর বাণী নিয়ে এই অঞ্চলের বেশকিছু মানুষের সঙ্গে একটি আলোচনা সভা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ ৷ তারপর সেই ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন ৷ যেহেতু যীশুর মতাদর্শ তাঁদের অনুপ্রাণিত করেছিল তাই তারপর থেকেই শুরু হয় এই প্রাক ক্রিসমাস পালন ৷
Last Updated : Dec 25, 2021, 8:59 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.