ETV Bharat / state

আরজি করে দুর্নীতি মামলায় ধৃত আশিসের 3 দিনের সিবিআই হেফাজত - RG Kar Financial Corruption Case - RG KAR FINANCIAL CORRUPTION CASE

অযোগ্য হয়েও আশিস পাণ্ডে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাউসস্টাফ হয়েছিলেন ৷ কীভাবে তা সম্ভব হল, সেই প্রশ্নই আদালতে তুলেছেন সিবিআইয়ের আইনজীবী ৷

RG KAR FINANCIAL CORRUPTION CASE
আরজি করে দুর্নীতি মামলায় আশিস পাণ্ডের 3 দিনের সিবিআই হেফাজত ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 5:56 PM IST

কলকাতা, 4 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার আশিস পাণ্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেছেন, যোগ্য না-হয়েও আশিস পাণ্ডকে আরজি করের হাউসস্টাফ করা হয়েছিল ৷ এমনকি তাঁকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও উল্লেখ করা হয় ৷

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার দীর্ঘক্ষণের জিজ্ঞাসাবাদের পর আশিস পাণ্ডেকে গ্রেফতার করেন ৷ অভিযোগ, আরজি করের কোটি-কোটি টাকার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আশিস ৷ এমনকি বেশকিছু সাক্ষ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে পাওয়া গিয়েছে ৷ সেই মতো বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও জবাব দিতে চাননি আশিস ৷ তারপরেই সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আশিসকে গ্রেফতার করেন ৷

আজ আশিস পাণ্ডেকে আদালতে তোলা হলে সিবিআইয়ের আইনজীবী জানান, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আশিস পাণ্ডে ৷ তিনি যোগ্য না-হলেও, আরজি করের হাউসস্টাফ করা হয়েছিল আশিসকে ৷ কীভাবে তা সম্ভব হল ? এই বিষয়গুলি ভালোভাবে তদন্ত করা প্রয়োজন ৷ আর তার জন্য আশিসকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে ৷ আশিসকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানা যাবে ৷ সিবিআইয়ের আইনজীবীর যুক্তিগুলিকে গুরুত্ব দিয়েই আদালত আশিস পাণ্ডেকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছিল, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময়ই সেখানে থ্রেট কালচারের সূচনা করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা আশিস পাণ্ডে ৷ এমনকি সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার ফ্রন্টের জিবি বৈঠকেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ মেডিক্যাল কলেজে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন এই আশিস পাণ্ডেই জুনিয়র ডাক্তারদের প্রকাশ্যে শাসিয়েছিলেন বলে অভিযোগ ৷ যার প্রতিবাদে আশিসকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷

কলকাতা, 4 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার আশিস পাণ্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেছেন, যোগ্য না-হয়েও আশিস পাণ্ডকে আরজি করের হাউসস্টাফ করা হয়েছিল ৷ এমনকি তাঁকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও উল্লেখ করা হয় ৷

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার দীর্ঘক্ষণের জিজ্ঞাসাবাদের পর আশিস পাণ্ডেকে গ্রেফতার করেন ৷ অভিযোগ, আরজি করের কোটি-কোটি টাকার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আশিস ৷ এমনকি বেশকিছু সাক্ষ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে পাওয়া গিয়েছে ৷ সেই মতো বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও জবাব দিতে চাননি আশিস ৷ তারপরেই সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আশিসকে গ্রেফতার করেন ৷

আজ আশিস পাণ্ডেকে আদালতে তোলা হলে সিবিআইয়ের আইনজীবী জানান, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আশিস পাণ্ডে ৷ তিনি যোগ্য না-হলেও, আরজি করের হাউসস্টাফ করা হয়েছিল আশিসকে ৷ কীভাবে তা সম্ভব হল ? এই বিষয়গুলি ভালোভাবে তদন্ত করা প্রয়োজন ৷ আর তার জন্য আশিসকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে ৷ আশিসকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানা যাবে ৷ সিবিআইয়ের আইনজীবীর যুক্তিগুলিকে গুরুত্ব দিয়েই আদালত আশিস পাণ্ডেকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছিল, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময়ই সেখানে থ্রেট কালচারের সূচনা করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা আশিস পাণ্ডে ৷ এমনকি সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার ফ্রন্টের জিবি বৈঠকেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ মেডিক্যাল কলেজে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন এই আশিস পাণ্ডেই জুনিয়র ডাক্তারদের প্রকাশ্যে শাসিয়েছিলেন বলে অভিযোগ ৷ যার প্রতিবাদে আশিসকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.