হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা : মমতা - kolkata
🎬 Watch Now: Feature Video
ইদ উপলক্ষে কলকাতার রেডরোডে আজ সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বক্তব্য রাখেন । BJP-কে উদ্দেশ্য করে বলেন, "হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ।" অভিযোগ করেন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে EVM লুট হয়েছে । এজন্য তিনি নাম না করে BJP-কে দায়ি করেন । সবকিছু ভগবানের ইচ্ছা বলেও মন্তব্য করেন মমতা । দেখুন ভিডিয়ো...