যার কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ তাকে কেন কেউ মারতে যাবে : অর্জুন সিং - vatpara
🎬 Watch Now: Feature Video
উপনির্বাচন নিয়ে সরগরম ভাটপাড়ার রাজনীতি । আজ অর্জুন সিংকে আক্রমণ করে মদন মিত্র বলেন, "অর্জুন সিং আমাদের কর্মী সত্যেন রায়কে গুলি করার চেষ্টা করেছে । হাতে বন্দুক নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে । কী ভাবছে ও ?" জবাবে অর্জুন সিং বলেন, "মদন মিত্রের কথার জবাব দেওয়ার জন্য আপনারা প্রশ্ন করেন, আমি নিজে অস্বস্তি বোধ করি । তার কথার কী উত্তর দেব ? যার কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ তাকে কেন কেউ মারতে যাবে ? আমরা রাজনীতি করি ।"