রাতে আগুন শ্রীরামপুর স্টেশনে - দমকল বাহিনী
🎬 Watch Now: Feature Video
আগুন লাগল শ্রীরামপুর রেল স্টেশনে ৷ বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ওই অঞ্চলের বাসিন্দারা হঠাৎ আগুন দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে তারা দমকলে খবর দেয় ৷ দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ আনুমানিক আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷ স্থানীয়দের অনুমান, ঝড়-বৃষ্টিতে গাছের ডাল উপড়ে পড়ে ছিল ৷ তার সঙ্গে রেল লাইনের ওভারহেড তারের সংস্পর্শে প্রথমে আগুনের ফুলকি ছিটকে লাইন সংলগ্ন ঝোপে আগুন ধরে ৷ সেখান থেকে তা বৃহৎ আকার নেয় ৷ দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনও মন্তব্য করতে চায়নি ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি ৷ কারওর হতাহতের খবর পাওয়া যায়নি ৷