'ক্লান্ত' বিধায়ক, সভায় পা টিপে দিলেন কর্মীরা - পটনা
🎬 Watch Now: Feature Video
ব়্যালি করে ময়দানে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছেন বিধায়ক । তাই মুখ্যমন্ত্রীর সভাতেই তাঁর পা টিপে দিলেন দলীয় কর্মীরা । আজ পটনার গান্ধি ময়দানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভা চলাকালীন এই দৃশ্য ধরা পড়ে । সেখানে নাওয়ারার বিধায়ক কৌশল যাদবের পা টিপতে দেখা গেল JD(U) কর্মীদের ।