আমফানের জেরে ওড়িশায় শুরু প্রবল ঝড়-বৃষ্টি - Bhubaneswar
🎬 Watch Now: Feature Video
আজ দুপুরে আমফান আছড়ে পড়বে ওড়িশায় ৷ তার আগেই ওড়িশার নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টিপাত, বইছে প্রবল ঝড়ও ৷ ওড়িশার ভুবনেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, বালেশ্বর ও পুরীতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি ৷ প্রবল বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে ভদ্রকে ৷