দৃষ্টিহীন বৃদ্ধকে বাসে তুলতে দৌড়লেন মহিলা, ভিডিয়ো শেয়ার রীতেশের - Viral Video
🎬 Watch Now: Feature Video
বাসের দিকে দৌড়চ্ছেন এক মহিলা । পিছনে লাঠি হাতে ধীরে ধীরে আসছেন এক দৃষ্টিহীন বৃদ্ধ । ওই বৃদ্ধ যাতে বাস ধরতে পারেন, তার জন্য দৌড়ে গিয়ে বাস থামান মহিলা । বাস দাঁড় করিয়ে বৃদ্ধকে তুলে দিলেন ৷ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ ৷ সঙ্গে লিখেছেন, "যখন কেউ দেখছে না, তখন তাঁর মতো হতে লক্ষ্য হওয়া উচিত আমাদের সবার ।" রীতেশ দেশমুখ ভিডিয়োটি শেয়ার করার পরপরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় ৷